Thursday, 26 September 2019

তোমার হাতেই বর্ণ পরিচয়
তোমার হাতেই বোধেদয়-
হে মহাজীবন,বারবার যেন
এই বাংলায় তোমার জন্ম হয়।
করুণার সাগর,তুমি জ্ঞানপাখি,
তোমার দেখানো বর্ণ পথেই-
নিচ্ছি শ্বাস, চলছে ভাষার রথ
সমাজ ও নারী মুক্তির পথ দেখি।


প্রণাম

Friday, 28 August 2015




তোমার পানে দৃষ্টি মেলে হারিয়ে যাওয়া

টুকরো সেই বৃষ্টি ঝরা মিষ্টি বিকেল বেলা


দু চোখ ভরে স্বপ্ন আঁকা মনের মাঝে



সে-সব শুধু বয়স কালের খেলা ?


২৫-৮-২০১৫

Sunday, 24 May 2015

যুদ্ধ শেষে তাকিয়ে দেখি আমি
জিতে গেছি......
শুধু হারিয়ে গেছো তুমি

Saturday, 24 May 2014



সন্ধ্যে রাতে তোমার হাতে
দিয়েছিলেম ধরা,
আজ সন্ধ্যা জোছনা ভরা
তুমি ধ্রুবতারা।
    নির্ঝর
    ০৯-০৩-১৩

Monday, 11 April 2011

শূন্য মেঘে মনের খেলা...
শুধু চলা চলা আর চলা...

Tuesday, 29 March 2011

কত সুখি হলে তুমি
কত সুখ পেলে,
পেরেছো কি ভুলতে 
 কেন তবে গেলে ?

Saturday, 26 March 2011

Tomader Majhe

Hotat Amar Icche holo 
Jhapai Moner Majhe
Mon Sagore Dubki Diye
Pelam Tomai khuje.