Thursday, 26 September 2019

তোমার হাতেই বর্ণ পরিচয়
তোমার হাতেই বোধেদয়-
হে মহাজীবন,বারবার যেন
এই বাংলায় তোমার জন্ম হয়।
করুণার সাগর,তুমি জ্ঞানপাখি,
তোমার দেখানো বর্ণ পথেই-
নিচ্ছি শ্বাস, চলছে ভাষার রথ
সমাজ ও নারী মুক্তির পথ দেখি।


প্রণাম

No comments:

Post a Comment